Site icon দৈনিক এই বাংলা

মানিকগঞ্জ -১ আসনে মনোনয়ন বৈধ হলো গণফ্রন্টের প্রার্থী শাহজাহানের

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৬৮ মানিকগঞ্জ-১ আসনের গণফ্রন্ট  মনোনীত প্রার্থী দৈনিক এই বাংলা পত্রিকা’র প্রকাশক – সম্পাদক  মোহাম্মদ শাহজাহান খান মনোনয়ন ফিরে পেয়েছেন।

( ১৩ ডিসেম্বর)  বুধবার মোহাম্মদ শাহজাহানের করা আপিলের পরিপ্রেক্ষিতে  তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 

এরআগে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে গণফ্রন্টের প্রার্থী মোঃ শাহজাহানের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তার আপিলের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মনোনয়ন ফিরিয়ে দেয় নির্বাচন কমিশন।  

এই আসনে  নির্বাচনের মাঠে আছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, জেলা জাসদের সভাপতি ও ঘিওর উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান আফজাল হোসেন খান জকি এবং জাকের পার্টির দ্বীন মোহাম্মদ খান। প্রার্থীতা ফিরে পেয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন করে যুক্ত হলেন মোহাম্মদ শাহজাহান। গণফ্রন্টের প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে থাকা মোহাম্মদ শাহজাহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তোর ডিগ্রি অর্জন করে দীর্ঘদিন যাবত সাংবাদিকতার সাথে জড়িত।

খোঁজ নিয়ে জানা যায়, মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে বর্তমান সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়কে বাদ দিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. আব্দুস সালাম। তবে দলের তৃণমূলের কাছে সালামের গ্রহনযোগ্যতা কম হবার কারণে জোটের প্রার্থীর জেতার  সম্ভাবনা বেড়েছে। 

Exit mobile version