Site icon দৈনিক এই বাংলা

আনোয়ারায় যুবদলের হামলায় ওসি আহত

আনোয়ারা প্রতিনিধি :::
চট্টগ্রামের আনোয়ারায় বিএনপি ও যুবদলের মিছিল থেকে ইটপাটকেলের হামলায় আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদসহ আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে হামলাকারীরা। এ ঘটনায় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ১১টার দিকে উপজেলার চাতরী শশী কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, চাতরী চৌমহনী বাজার এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ব্যানারে কিছু লোক রাস্তা অবরোধ করে গাড়ি ভাঙচুর করে। এ সময় বাধা দিলে পুলিশের ওপর হামলা চালান তারা। তাদের ইট-পাটকেলের আঘাতে আনোয়ারা থানার ওসি সোহেল আহমেদ আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গুরুতর আহত অবস্থায় ওসিকে হাসপাতালে নিয়ে আসা হয়। উনার ডান চোখ আঘাত পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।

Exit mobile version