Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দুই বছরের হালখাতা

দুই বছর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন রেজাউল করিম। নির্বাচনী প্রতিশ্রুতিসহ নাগরিকদের সেবা প্রদানে তিনি কতটা সফল, কতটা ব্যর্থ। চট্টগ্রাম সিটি করপোরেশনের নানা অনিয়ম দূর্নীতি ভোগান্তি নিয়ে  গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনের পরে কতটুকু পরিবর্তিত  হয়েছে পরিস্থিতি । সেসব ভাবনা নিয়ে নাগরিকদের মতামত ধারাবাহিকভাবে প্রকাশ করবে দৈনিক এই বাংলা। আমাদের সাথেই থাকুন। আপনার ভাবনা জানিয়ে দিন আমাদের ‘ আমাদের তথ্য পাঠান’ বিভাগে। সরাসরি ফোন করতে পারেন সম্পাদকমণ্ডলীর সদস্যদের কাছে। ‘ ০১৯১২-৫৫৫৪৪৪ ‘ নাম্বারে। 

পাঠকদের সাথে যোগাযোগ নিরবিচ্ছিন্ন করতে আমাদের পরবর্তী উদ্দ্যেগ ( মোবাইল আপস) চালু হবে খুব তাড়াতাড়ি। ততোদিন মুঠোফোন কিংবা ওয়েবসাইটের নির্ধারিত ফর্মে আপনার মতামত জানান। 

নাগরিকদের ভাবনা প্রকাশের বিভাগটি দেশের সবকটি সিটি করপোরেশনে চালু করা হবে শিগগিরই।

নির্বাহী সম্পাদক

Exit mobile version