Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধিঃ

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন আয়োজনে পটুয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় ডিসি স্কয়ার মাঠে পতাকা উত্তোলন ও বেলুন ফেষ্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম। পরে সোনালী ব্যাংক মোড়স্থ বঙ্গবন্ধু ভাস্কর্য সন্নিকটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, জন প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্ণীতি দমন ও প্রতিরোধে করনীয় শির্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শিরীন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম।

ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি অমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ সাইদুর ইসলাম, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ চৌধুরী, সিভিল সার্জন ডাঃ কবির হাসান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সর্বক্ষত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version