Site icon দৈনিক এই বাংলা

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

kathalia

কাঁঠালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি:
কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিতও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন পালিত হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন শেষে এক আলোচনা সভা শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ.কে.এম কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উপজেলা সমাজ সেবা অফিসার এসএম দোলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম, থানার এস আই মো. জাহাঙ্গীর হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সহ সভাপতি মোসা. সেলিনা বেগম, শিক্ষার্থী নওষিন আনজুম প্রমূখ।
এছাড়া অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় সংঙ্গিত পাঠের মাধ্যমে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, প্রধান অতিথির দিবসের আনুষ্ঠানিক ঘোষনা, উদ্বোধন ও শপথ বাক্য পাঠ।
Exit mobile version