ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ডা. মোস্তাফিজুর রহমান ইরানকে নিয়ে ঝালকাঠি জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি টিপু সুলতানসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় জেলা লেবার পার্টির সদস্য সচিব সৈয়দ মো. মিলন, কাঁঠালিয়া উপজেলা লেবার পার্টির সমন্বয়কারী মুফতি আরিফ বিন শহীদ, মো. জাকির হোসেন, রাজাপুর উপজেলা লেবার পার্টির সমন্বয়কারী মো. শামিম আহমেদ আকন, জনাব সবুজ সিকদার, কাউখালি উপজেলা লেবার পার্টির সদস্য সচিব মো. সাকিল মাহমুদ এবং যুগ্ম আহ্বায়ক ডা. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ আগাম নির্বাচনে সংগঠনের ঐক্য ও তৃণমূলের সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এই বাংলা/এমএস
টপিক
