Site icon দৈনিক এই বাংলা

গ্লোবাল বাংলাদেশী বিজনেস আইকন মনোনীত হয়েছেন চট্টগ্রামের সন্তান ব্যারিষ্টার মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক :::

সাবেক ছাত্রনেতা যুক্তরাজ্য্যের প্রখ্যাত আইনজীবী ব্যারিষ্টার মনোয়ার হোসেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন “বিজনেস আমেরিকা” এর জরীপ অনুযায়ী ১০০ জন গ্লোবাল বাংলাদেশী বিজনেস আইকনের একজন
মনোনীত হয়েছেন। “বিজনেস আমেরিকা” ম্যাগাজিনের ১ নভেম্বর ২০২৩ সংখ্যায় প্রচ্ছদে তাঁর ছবি ও একটি প্রফাইল প্রকাশিত হয়েছে । একজন সফল আইন পেশাজীবী হিসাবে তাঁকে মনোনীত করা হয়েছে।

চট্টগ্রাম তথা বাংলাদেশের কৃতি সন্তান ব্যারিষ্টার মনোয়ার প্রথম “হুজ হু বাংলাদেশ”, “এনআরবি প্রফেশনাল এক্সেলেন্স”, “বৃটিশ-বাংলাদেশী বিজনেস এওয়ার্ড”, “ বেস্ট এচিভার ইন লিগাল প্রফেশন ইন ইস্ট লন্ডন”, “ লাইভ টাইম এচিভমেন্ট এওয়ার্ড” সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন। তিনি ইংল্যান্ডের একজন স্বনামধন্য প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং লিঙ্কনস ইনের সদস্য।
লন্ডন ভিত্তিক হুসাইন ল এসেসিয়েটস এর প্রধান আইনজীবী | তিনি হাজার হাজার বাংলাদেশী নাগরিককে যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের আইনি সহায়তা প্রদান করেছেন যারা উল্লেখযোগ্য রেমিটেন্স পাঠিয়ে
বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন এবং এরা বা এদের সন্তানেরা উচ্চশিক্ষা অর্জন করছেন । এ ছাড়া অগণিত প্রবাসীকে স্বল্প বা বিনা পারিশ্রমিকে আইনি সাহায্য প্রদান করেছেন ।
তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি, বিপিপি
বিশ্ববিদ্যালয়, লন্ডন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সরকারি বাণিজ্য
কলেজ, চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেছেন ।তাঁর জীবন ও কর্মকান্ড নিয়ে “ অদম্য এক মনোয়ার হোসেন” শিরোনামে একটি সম্মাননা গ্রন্থের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে। তিনি চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান এবং যুক্তরাজ্য ভিত্তিক হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারী জেনারেল। এ ছাড়াও তিনি আন্তর্জাতিক চট্টগ্রাম কো-অর্ডিনেশন কমিটির (বিশ্বব্যাপী চট্টগ্রাম সমিতি ও এসোসিয়েশনের সম্মিলিত কমিটি) চেয়ারম্যান ।

বোয়ালখালীর কৃতি সন্তান, মুরাদপুর নিবাসী চট্টগ্রামের সাবেক প্রখ্যাত চিকিৎসক সমাজসেবক, সাবেক মেডিকেল ছাত্র নেতা ও বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা : নূরুল হুদা এবং ঢাকার মতিঝিল আইডিয়েল স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা , সাবেক স্বনামধন্য প্রকৌশলী, বংগবন্ধুর ঘনিষ্ঠজন মরহুম আবদুল মোতালেবের জৈষ্ঠ কন্যা মরহুম আক্তার জাহানের সুযোগ্য সন্তান। তাঁর বড দুই ভাই বীর মুক্তিযোদ্ধা এক এক ভাই শহীদুল ইসলাম চট্টগ্রাম জিলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি । তিনি দুই সন্তানের জনক এবং দুজনেই আইন পেশায় সম্পৃক্ত।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version