Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালীর চারটি আসনে ২৪ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল

গোপাল হালদার, পটুয়াখালী:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাখিলকৃত মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিনে পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ২৪ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পটুয়াখালী জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার নূর কুতুবুল আলম বলেন, পটুয়াখালীর চারটি আসনে ২৮ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীকে বৈধ এবং ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিল হাওলাদার সহ ১৫ জন প্রার্থীর মনোনয়নপত্র প্রাথমিক ভাবে স্থগীত ঘোষনা করা হয়। তবে আজ যাচাই-বাছাই শেষে পটুয়াখালীর চারটি আসনে দালিলিক প্রমাণ দিয়ে ও অসঙ্গতি যা ছিলো সেটি পূরণ করে ২৪ জন প্রার্থী তাদের মনোনয়ন বৈধ হয়েছে। এছাড়া ঋন খেলাপী হওয়ায় ও প্রদত্ত ভোটার তালিকায় গড়মিল থাকায় চার প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের প্রার্থীতা বাতিল কর হয়েছে তারা নির্বাচনে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ভিতরে বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর জেলা রিটার্নিং কর্মকর্তার আদেশ চ্যালেঞ্জ করে আপিল করতে পারবেন।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version