Site icon দৈনিক এই বাংলা

গিয়াস বাদ, রুহেলের পথ পরিস্কার

নিজস্ব প্রতিবেদক :::

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের আলোচিত  স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আবেদনের সাথে জমা দেওয়া  ভোটারের স্বাক্ষর জালিয়াতি করার অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র। তবে ৫ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে স্বতন্ত্র ওই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন ।

সুত্রমতে, বিবার (৩ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান তার মনোনয়নপত্র বাতিল করেন।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গিয়াস উদ্দিন তার আবেদনের সাথে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিয়েছেন। সেখান থেকে ১০ ভোটারের স্বাক্ষর ও তথ্য যাচাই বাছাই করার জন্য অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়। সেখানে ৭ জন ভোটারের তথ্য সঠিক পাওয়া গেলেও তিনজন ভোটারের তথ্য সঠিক পাওয়া যায়নি। ফলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থন যাচাই বিধিমালা ২০১১ এর ৫ বিধি লঙ্ঘিত হয়েছে। তাই আইন অনুযায়ী তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহফুজা জেরিন  বলেন, নির্বাচন কমিশন নির্ধারিত স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের এক শতাংশ ভোটারদের মধ্যে তিন ভোটার বাংলাদেশে নেই। তারা একজন দেড় বছর, দুই বছর ও চার বছর ধরে প্রবাসে রয়েছেন। এই অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুবুর রহমান রুহেল এবার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। গিয়াস উদ্দিন সাবেক উপজেলা চেয়ারম্যান। তৃনমুলের সমর্থনের কারণে মিরসরাইয়ের রাজনীতিতে মোশাররফ বলয়ের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিতি  গিয়াস উদ্দিন। গিয়াস উদ্দিনের মনোনয়ন বাতিলের খবরে আনন্দের জোয়ার বইছে মোশারফ হোসেন বলয়ে।

Exit mobile version