Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

তানভীর আহমেদ:::

চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার সকাল ৭টায় বিএনপির মিছিল থেকে তাকে গ্রেফতার করা হয়।

মহানগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, অবরোধের সমর্থনে সকালে কাজির দেউড়ি, লালখান বাজার ও ওয়াসায় মিছিল হয়। মিছিল থেকে মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে বলে তিনি জানান।

সৌরভের ভাই অরুপ প্রিয় পাল বলেন, খবর পেয়ে আমরা থানায় গিয়েছি। পুলিশ বলেছে, সকালে মিছিল নিয়ে আসার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুলিশের বেধড়ক পিটুনিতে আহত সৌরভ প্রিয় পালকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়। আদালতে তোলা হলে তার চিকিৎসার জন্য পিটিশন দেন সৌরভ প্রিয় পালের আইনজীবী।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version