Site icon দৈনিক এই বাংলা

মিরসরাইয়ে মোশাররফ পুত্রের পথের কাঁটা গিয়াস উদ্দিন

নিজস্ব প্রতিবেদক  :::

চট্টগ্রামের মিরসরাই  আসনে এবার আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের ছেলে মাহবুবুর রহমানের বিপরীতে  নির্বাচন করার ঘোষণা দিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান  গিয়াস উদ্দিন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে তৃণমূল থেকে উঠে আসা রাজনীতিবিদ গিয়াস উদ্দিন  স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দেবার কারণে নোকার প্রার্থীর ভরাডুবি হতে পারে, এমন বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষকদের। 

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় গিয়াস উদ্দিন নির্বাচন করার ঘোষণা দেন।রুহেলকে ঠেকাতে একাট্টা তরুন নেতা, কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটসহ আওয়ামী লীগের বড় একটি অংশ। 

গিয়াস উদ্দিন সাংবাদিকদের জানান, স্বাধীনতা পরবর্তী সময় থেকেই তিনি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সবশেষ তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিপুল ভোটের ব্যবধানে মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মিরসরাইয়ের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক। মিরসরাইয়ের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে আমি বছরের পর বছর কাজ করে আসছি। সেই ধারাবাহিকতায় মিরসরাইয়ের সর্বস্তরের মানুষের দাবি ও চাওয়ায় আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি।

তিনি আরও বলেন, নেত্রী বলেছেন কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত না হয়। যেহেতু, মিরসরাইয়ের মানুষ আমাকে মনেপ্রাণে ভালোবাসেন তাই তাদের ইচ্ছায় আমি স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। আগামীকাল ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র দাখিল করবো।

মত বিনিময় সময় উপস্থিত ছিলেন- একই আসনের অপর মনোনয়নপ্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দলের বয়োজ্যেষ্ঠ নেতা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন যতোটা জনসম্পৃপ্ত ততোটাই জনবিচ্ছিন্ন বিদেশে বড়ো হওয়া  মাহবুব উর রহমান রুহেল। স্থানীয় নেতাকর্মীদের সাথেও দুরত্ব রয়েছে মোশাররফ তনয়ের। ফলে নৌকার মনোনয়ন পাওয়া মাহবুব উর রহমান রুহেল জিতে আসা কঠিন হবে।

বীর মুক্তিযোদ্ধা হিসেবে ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের জনপ্রিয়তা বাদ দিলে মনোনয়ন পাওয়া রুহেলের অবস্থান সংকটাপন্ন। বাংলাদেশ  জুনিয়র চেম্বারের প্রেসিডেন্ট,  যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিটের বাড়িতে বেশ কয়েকদফা  হামলা, পোড়খাওয়া আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের চরিত্রহননের অপচেষ্টার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। 

সুত্রমতে, নেতিবাচক ইমেজে যুক্ত হয়েছে রুহেলের তদবিরে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চেয়ারে বসা জাহেদ হোসেন। ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতাকে জোরারগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করে আনার পর নানা তার নেতিবাচক কার্যক্রম সমালোচনার জন্ম দিয়েছে। জোরালগঞ্জের আওয়ামী লীগ ও যুবলীগের বড় একটি অংশই ওই ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে বিভিন্ন সময় অপমানিত হয়ে বিপক্ষে অবস্থান নিয়েছে মাহবুব উর রহমান রুহেলের। ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের পাহাড়সম ভাবমুর্তিতে পানি ঢেলেছেন ছাত্রজীবনে শিবিরের রাজনীতির সাথে যুক্ত থাকা পুলিশের ওই ওসি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তার সবকিছু ছবি নেতার কাছে পৌঁছে দেয়া হয়েছে। তিনি কিভাবে মোশাররফ হোসেনের নিকটাত্মীয় পরিচয় দেন সেটিও ভাবনার বিষয়। কারণ ইন্জিনিয়ার মোশাররফ হোসেন আমাদের ছায়া, মুক্তিযুদ্ধের অহংকার । সেই ছায়ায় প্রতিক্রিয়াশীল বদনামের ছিঁটকে পড়েছে। ‘

এদিকে, বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার  জোরালগঞ্জ থানা থেকে ওই কর্মকর্তাকে বদলির গুজব ছড়িয়ে পড়ে। উপজেলা নির্বাহী কর্মকর্তার জব্দ করা ড্রেজার বিক্রি করে দেয়াসহ বিভিন্ন অপকর্ম ভারপ্রাপ্ত কর্মকর্তার ঝুলিতে। জানা যায়, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদ হোসেনকে এই বিষয়ে আদালতে তলব করা হয়েছে সম্প্রতি। 

প্রসঙ্গত, স্বাধীনতা পরবর্তী সময় থেকে চট্টগ্রাম-১ আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এবার তিনি নিজের আসনটি ছেড়ে দিয়েছেন তার ছেলে মাহবুবুর রহমান রুহেলকে। রুহেল এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।

Exit mobile version