Site icon দৈনিক এই বাংলা

জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ গ্রেফতার

চট্টগ্রাম ( মিরসরাই প্রতিনিধি)::::

মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম (৩৮) ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়

সিরাজ জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার মৃত জামশেদ আলমের ছেলে। ফরহাদ মিরসরাই পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মৃত নুরুল আবছারের ছেলে।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন তাদের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সিরাজ ও ফরহাদকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। মঙ্গলবার ( ২৮ নভেম্বর) দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version