Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

গাজীপুরে নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টায় ৪ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার আওতাধীন ২৩ নম্বর ওয়ার্ডের হাতিয়াব এলাকায় নবউদ্বোধিত পুলিশ ক্যাম্পের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই চার দুর্ধর্ষ ডাকাতকে...
Homeসারাদেশগাজীপুর আদালতে ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা” মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর আদালতে ৩ সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে “মিথ্যা” মামলার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের ব্যানারে রোববার (২৬ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গাজীপুর মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতে ৩ সম্পাদকসহ ২ সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও মানহানিকর মামলার প্রতিবাদে এবং ওই মামলা প্রত্যাহারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইব্রাহীম খন্দকার এবং সঞ্চালনা করেন পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক, গাজীপুর মহানগর পূবাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আলতাফ হোসেন সিরাজি, আমার জনতা অনলাইন পত্রিকার সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী, চ্যানেল এস প্রতিনিধি ও গাছা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ, বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাজ্জাকুল ইসলাম রাজ্জাক, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ সালাউদ্দিন, জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, নির্বাহী সদস্য মোঃ আল আমীনসহ বিভিন্ন সাংবাদিক নেতা।
বক্তারা বলেন, “সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংবাদিকদের ওপর হয়রানিমূলক মামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তারা অভিযোগ করেন, বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও কৃষক লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেল সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এই ‘মিথ্যা’ মানহানির মামলা দায়ের করেছেন।
যেখানে অভিযুক্তরা হলেন—
সিএনএন বাংলা টিভির এমডি শাহীন আল মামুন,
দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গাছা সাংবাদিক ক্লাবের সভাপতি সামছুদ্দিন জুয়েল,
সাপ্তাহিক জাগ্রত জনতা সম্পাদক গোলাম কিবরিয়া,
বার্তা সম্পাদক মোঃ নুরুজ্জামান শেখসহ আরও সাংবাদিক।
বক্তারা বলেন, ভুক্তভোগী পরিবারের বক্তব্য তুলে ধরে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন—এতে সাংবাদিকতার কোনো অপরাধ নেই।
এ ধরনের মামলা স্বাধীন গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে সারাদেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্বৈরাচার আওয়ামী দোসর মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে স্মারকলিপি দেওয়া হবে বলেও ঘোষণা দেন সাংবাদিক নেতারা।
জানা গেছে, পারিবারিক জমি-সংক্রান্ত বিরোধে হস্তক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকরা ভুক্তভোগী পরিবারের সাক্ষাৎকার গ্রহণ করেন এবং কৃষক লীগ নেতা মাজহারুল ইসলাম রুবেলের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন।
এরই জেরে তিনি সাংবাদিকদের নামে মিথ্যা মানহানির মামলা দায়ের করেন বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা ও প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
এই বাংলা/এমএস
টপিক