Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উন্নয়নের ধারাবাহিকতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উন্নয়নের ধারাবাহিকতা’  শীর্ষক এক মতবিনিময় সভা চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদে  অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৪ ই নভেম্বর)  নাসিরাবাদ পাবলিক স্কুল প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুস্টিত হয়।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে  ‘ নৌকা’র বিজয় নিশ্চিত করতে পূর্ব নাসিরাবাদের সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের ভূমিকা-করণীয়” সম্পর্কে আলোচনা করা হয় এই মতবিনিময় সভায়। 

সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ওমর ফারুক পরিচালনায় এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ৮নং শুলকবহর ওয়ার্ড ছাএলীগের সাবেক সভাপতি এবং ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ শহীদুল্লাহ প্রিন্স।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবলীগ নেতা ও ৮নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা সোহেল রানা, ইউনিট আওয়ামী লীগ নেতা ও সাবেক ছাত্রনেতা ইকবাল হোসেন।

এছাড়া সাবেক ছাত্রনেতৃবৃন্দের সাথে একাত্মতা প্রকাশ করে সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রেখেন, নাসিরাবাদ ইউনিট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাসিরাবাদ পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা জনাব আবদুর রব সোহেল।

মতবিনিময় সভার  উপস্থিত ছিলেন  সভার প্রধান সমন্বয়ক শেখ রাসেল স্মৃতি সংসদ আলফালাহ শাখার সাবেক সভাপতি মোহাম্মদ সানোয়ার হোসেন নয়ন,মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

মতবিনিময় সভার আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা  জিয়াবুল হক জাহাঙ্গীর, মেহেদি হাসান, মোহাম্মদ আলী মাসুদ, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ মোস্তফা রেজা, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ ইকবাল হোসেন, ৪২ নং নাসিরাবাদ ছাএলীগের সাবেক সভাপতি রেজাউল আলম চৌধুরী রুবেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াস উদ্দিন লিজান, হারুনুর রশীদ বাবু, জাবেদ হোসেন, নিজাম উদ্দিন, শুলকবহর ওয়ার্ড যুবলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোলায়মান বাদশা, সাবেক ছাএনেতা মোহাম্মদ নাজমুর সাফা রিমন, আরিফুর রহমান,মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ খোরশেদ, শফিউল আজম অনিক,বোরহান উদ্দিন আরিফ, ইরফান আহমেদ তুষার, সাফায়েত হোসেন সাব্বির, তাজুল ইসলাম রিগ্যান, সাইফুল মো:তারেক, মোহাম্মদ শামীম আজাদ, মোহাম্মদ আব্দুর রহিম রিয়াদ,শাওন সাব্বির, প্রমূখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন , উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে।  জনগণের সম্পৃক্ততা বাড়াতে জনমত গঠনসহ  উন্নয়নের পক্ষে ভোট প্রার্থনা করতে হবে। সভায় সকলের সম্মতিক্রমে আগামী ১লা ডিসেম্বর  আরও বৃহৎ পরিসরে সকল নেতৃবৃন্দদের সমন্বয়ে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এইবাংলা/ হিমেল 

Exit mobile version