Site icon দৈনিক এই বাংলা

পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে শ্রমিকের মৃত্যু

গোপাল হালদার, পটুয়াখালী :

পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি থেকে নদীতে পড়ে মোহাম্মদ সাইফুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় লালুয়া ইউনিয়নের চাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসির সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো।

পুলিশ সূত্রে জানাযায়, শেষ বিকালে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। এসময় সে পা ফসকে রাবনাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে মাথায় আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান বলেন, জেটিতে কর্মরত অবস্থায় যে শ্রমিক পানিতে পড়ে মৃত্যুবরন করেছে তার সার্বক্ষণিক খোঁজ খবর রাখছি। প্রকল্প পরিচালকের নির্দেশনাক্রমে সংশ্লিষ্ট প্রকৌশলীগণ বিষয়টি দেখছেন। বর্তমানে লাশ কলাপাড়া থানায় রয়েছে। ময়নাতদন্ত শেষে দাফন করা হবে। দাফনকাজ থেকে শুরু করে সকল ধরনের সহায়তা ও প্রয়োজনে পায়রা বন্দর ও ঠিকাদারি প্রতিষ্ঠান সবসময় পাশে থাকবে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version