Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ড ভাটিয়ারীতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

:::নিজস্ব প্রতিবেদক:::

সীতাকুণ্ডের ভাটিয়ারী পোর্টলিংক সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে আজ শুক্রবার ভোরে আগুন দেয় মুখোশধারী দুর্বৃত্তরা।

ট্রাকের মালিক মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ভোরে কয়েকজন মুখোশধারী যুবক দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন ধরিয়ে দেয়। মুখোশধারীরা চলে যাওয়ার সময় ট্রাকটির প্লাস ভেঙে ফেলে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এইবাংলা/নাদিরা

Exit mobile version