Site icon দৈনিক এই বাংলা

জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বেলকুচিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আশিকুল ইসলাম বেলকুচি প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নিবন্ধন বাতিলের ন্যায়ভষ্ট রায়ের প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেলকুচি উপজেলা’র উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময়,প্রতিবাদ সমাবেশ শেষে রাস্তায় ব্যাপক বিক্ষোভ প্রদর্শণ করে বিক্ষুদ্ধ বিক্ষোভকারীরা। পরে,একটি বিরাট বিক্ষোভ মিছিল বেলকুচির সড়ক প্রদক্ষিণ করে পথ সভার মাধ্যদিয়ে শেষ হয়।

আজ মঙ্গলবার,বাংলাদেশ জামায়াতে ইসলামী,
বেলকুচি উপজেলা সেক্রেটারি আরিফুল ইসলাম সোহেল এর নেতৃত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।

সমাবেশে,জামায়াত নেতা আরিফুল ইসলাম সোহেল বলেন,শত শহীদের রক্ত আর কোটি কোটি মজলুম মানুষের চোখের পানি,আবেগ ও অনুভূতির সাথে জড়িত আল্লাহর কবুলিয়াতকৃত দেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন:বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুতরাং,সরকারের প্রত্যক্ষ মদদে ফরমায়েশি ও ন্যায়ভষ্ট রায় দিয়ে জামায়তের নিবন্ধন বাতিল করে জামায়াতের গণতান্ত্রিক ও ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কখনোই স্তব্ধ করা যাবেনা। তিনি দৃঢ়তার সাথে আরো বলেন,জামায়াতে ইসলামী ছিল ! জামায়াতে ইসলামী আছে ! জামায়াতে ইসলামী থাকবে ইনশাআল্লাহ্!

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version