Site icon দৈনিক এই বাংলা

নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

বিশেষ প্রতিনিধি :::

শেষ পর্যন্ত জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জাতীয় পার্টি। শনিবার নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়ে মনোনয়ন দেবার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দিয়েছে দলটি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দের জন্য ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দলের চেয়ারম্যান জিএম কাদের বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।  শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর এক চিঠিতে এই তথ্য জানান জাপা মহাসচিব।

চিঠিতে জানানো হয়, ইসির উপসচিব মো. মাহবুব আলমের ই-মেইলের আলোকে আপনাকে জানানো যাচ্ছে যে, জাতীয় পার্টির পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলের মনোনীত প্রার্থী নির্বাচনে জাতীয় পার্টির ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ করবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম নির্বাচন কমিশনে পাঠানো চিঠির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এই চিঠি পাঠানোর অর্থ এই নয় যে জাপা নির্বাচনে যাবে। এটা নির্বাচন কমিশন থেকে পাঠানো ‘কার সইয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র কেনা হবে’ চিঠির জবাব মাত্র। জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না- এর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন দলের চেয়ারম্যান জি এম কাদের এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু।

এ বিষয়ে জানতে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নুকে বারবার কল দেওয়া হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

Exit mobile version