Site icon দৈনিক এই বাংলা

কক্সবাজারে শহীদ তিতুমীর ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ তিতুমীর ইনস্টিটিউটের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও ইনস্টিটিউটের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইনস্টিটিউটের শাখা প্রতিষ্ঠান (হিফজ) বিভাগের ছাত্র হাফেজ মোহাম্মদ ফারেজের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।

ইনস্টিটিউটের পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মাষ্টার শফিকুল হকের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চালনায় সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গনে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আহম্মদ ফারুক।

এসময় কক্সবাজার জেলা কিন্ডার গার্টেন বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ দেয়া হয়। এছাড়া হযরত ফাতেমাতুজ জাহরা (রা) নুরানী ৩য় শ্রেণির শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয় দিনব্যাপী অনুষ্ঠানে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ শাখার সহকারী পরিচালক রফিক আহম্মদ, বক্তব্য রাখেন উত্তর শাখার প্রধান শিক্ষক নেছারুল হক, নুরানী শাখার প্রধান শিক্ষক আবছার কামাল।

উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাহবুবুল হক ভূইয়া, মোহাম্মদ নুরুচ্ছফা, কবির আহমদ, দক্ষিণ শাখার সিনিয়র শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

বক্তারা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সফলতা কামনা করে বলেন, আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যত। তারা দেশের মান অক্ষুণ্ণ রেখে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত রাখবে সেই প্রত্যাশা করছি।

অনুষ্ঠানে ২০২২ সালে অনুষ্ঠিত ১৯ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করা হয়।

Exit mobile version