Site icon দৈনিক এই বাংলা

বাংলাদেশ থেকে চিরতরে অশুভ শক্তির বিনাশ হবে – শিক্ষা উপমন্ত্রী

তানভীর আহমেদ

আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে অশুভ সাম্প্রদায়িক শক্তির চিরতরে বিনাশ হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গত রোববার রাতে কালীপূজা উপলক্ষে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এ সময় উপমন্ত্রী সনাতন সম্প্রদায়ের জনসাধারণকে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী নওফেল বলেন, এই মঞ্চে দাঁড়িয়ে আমি একবার বলেছিলাম, যারা দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে, বিশঙ্খলা-অরাজকতা সৃষ্টি করছে, তাদের ঘাড় মটকে দিতে হবে। সে কাজটি আওয়ামী লীগ সরকার করেছে। এবার আবারও বলছি, আপনারা আওয়ামী লীগের পাশে থাকুন। আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সরকার গঠন করার সুযোগ দিন। অবশ্যই দেশ থেকে চিরতরে অশুভ শক্তির বিনাশ হবে।

এর আগে, মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারি হাই কমিশনার রাজীব রঞ্জন। পরিষদের সভাপতি দোদুল কান্তি দত্তের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক নিখিল কুমার নাথ ও মহিলা সম্পাদিকা সুচিত্রা গুহ টুম্পার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, মহানগর পুজা উদযাপন পরিষদের সভাপতি আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্বল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, ধর্মীয় বক্তা স্বদেশ চক্রবর্তী প্রমূখ।

Exit mobile version