Site icon দৈনিক এই বাংলা

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক ::

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধের প্রথম দিনে রাজধানীর মিরপুর ১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়েছে। রবিবার বেলা একটার দিকে যাত্রীবাহী এই বাসে আগুন দেয়া হয়। 

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। আধা ঘন্টার চেষ্টায়  তারা আগুন নেবাতে সক্ষম হয়। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, দুপুর ১টার দিকে মিরপুর-১০ নম্বরে একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ আসে আমাদের কাছে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট গেছে।

এইবাংলা /তুহিন 

Exit mobile version