Site icon দৈনিক এই বাংলা

সহস্র মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা করলেন বাঁশখালীর এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি :::

সহস্র মোটরসাইকেল নিয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছেন চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বুধবার (৮ নভেম্বর) বাঁশখালী আদর্শ উচ্চ বিদ‌্যালয় মা‌ঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বাঁশখালী প্রধান সড়‌কের দ‌ক্ষি‌নে পুইছ‌ড়ি প্রেম বাজার,  উত্ত‌রে পুকু‌রিয়া শংখনদীর ব্রিজ এলাকা পর্যন্ত  প্রদ‌ক্ষিণ ক‌রে।

স্থানীয়  সংসদ সদস‌্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির নেতৃত্বে সহস্রা‌ধিক মোটর সাই‌কেল নিয়ে শোভাযাত্রায় অংশ নেন ছনুয়া, রায়ছটা, ডোংরা খুপিয়া ও কদমরসুলসহ প্রত্যন্ত এলাকার বাসিন্দারাও।

র‌্যালীর সামনে- পিছ‌নে ট্রা‌কে ক‌রে গনসংগীত শিল্পী‌রা সরকা‌রের উন্নয়ন কর্মকান্ড তু‌লে ধ‌রে পরিবেশন করে গান।  অংশগ্রহণকারীদের চোখেমুখে উচ্ছাস।
উন্নয়ন শোভাযাত্রা  চলাকালীন এম‌পি কন‌্যা উপ‌জেলা যুব ম‌হিলালী‌গের সভাপ‌তি অধ‌্যাপক রওকতুন নুর চৌধুরী প্রিয়াতাকে পিতার মতো নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেখা যায় ।

শোভাযাত্রায় অংশ নেয়া চাম্বল ইউনিয়নের আব্দুল গঁফুর বলেন,  ‘ বাঁশখালী উপজেলা বর্তমানে উন্নয়নের মডেল। পুরো এলাকাকে একটি আধুনিক, ডিজিটাল বাঁশখালীতে রূপান্তরের কাজ করা হয়েছে গেল পনের বছর। ‘

স্কুল শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘ এক যুগ ধরে কার্যকর পরিকল্পনা ও উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের উপজেলা বাঁশখালী । এই এলাকার প্রতিটি ইউনিয়ন  পেয়েছে উন্নয়নের স্বাদ। শিক্ষা, চিকিৎসা,যোগাযোগ ব্যবস্থা,  কর্মসংস্থান সবখানেই পরিবর্তন সাধিত হয়েছে – এই উন্নয়ন উদযাপন করতেই শোভাযাত্রায় অংশ নিলাম। ‘

শোভাযাত্রায় অংশ নেয়া  আবুল কাউসার নামের এক যুবলীগ কর্মী বলেন, বিগত কয়েক বছরে বাঁশখালীর  যোগাযোগ অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ, কৃষি, শিক্ষাসহ নানা খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। শহর, মফস্বলের পাশাপাশি বদলে গেছে গ্রামীণ এই জনপদের চেহারাও। ‘

শোভাযাত্রা শেষ করে দলের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জড়ো হন। 

Exit mobile version