Site icon দৈনিক এই বাংলা

আনোয়ারায় গাড়ি পোড়ানোর মামলায় আসামি ২৪ , গ্রেপ্তার ৬

মোহাম্মদ রিয়াদ হোসেন; আনোয়ারা প্রতিনিধি:::

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের একদফা দাবি এবং দলের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ।

গেলো দুই কর্মসূচীতে চট্টগ্রামের আনোয়ারায় মারমুখী এবং জনসম্মুখে বিএনপি এবং অঙ্গসংগঠন কর্তৃক হরতাল -অবরোধ কর্মসূচী বাস্তবায়নের কোনোরূপ প্রদক্ষেপ দেখা না গেলেও ভোর সকালে উপজেলার কয়েকটি জায়গায় হয়েছে জটিকা মিছিল। অবরোধের এই সময়ে ভোর বেলায় ঘটেছে বাস পোড়ানো ঘটনা। যার বিপরীতে আনোয়ারা থানায় হয়েছে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দুই মামলা। এসব মামলায় শুরু হয়েছে ধরপাকড়।

বিএনপির দাবি, গত কয়েকদিনে উপজেলায় প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে নাশকতার নামে রাজনৈতিক মামলায় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতার হয়েছেন প্রায় ৬জন নেতাকর্মী। তারপরও হামলা, মামলা, গ্রেফতার, নির্যাতন উপেক্ষা করে নেতাকর্মীরা কর্মসূচি পালন করছেন।

থানা সূত্রে জানা যায়, গত একসপ্তাহে নাশকতার অভিযোগে বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের হয়েছে যেগুলো বাদী ক্ষতিগ্রস্তরা৷ গত ৩০ অক্টোবর চাতরী ইউনিয়নের যুবলীগ নেতা মো. নাছির বাদী হয়ে বিএনপির ১৭ নেতাকর্মী ও অজ্ঞাত ৪০/৪৫ জনের বিরুদ্ধে কালাবিবির দীঘির মোড় এলাকায় যুবলীগের মিছিলে নাশকতার অভিযোগে থানায় মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন, জাগির আহমদ, ঈসমাইল হোসেন মেম্বার, তারেক মেম্বার, আব্দুল গফুর ওরফে স্ক্র্যাফ গফুর, মো. মানিক, মো. হৃদয়, মিজানুর রহমান ফরহাদ, আব্দুল মাবুদ, শাহেদুল ইসলাম,ফারুক হোসেন,খালেদ মোশাররফ সোহেল, মো. সেলিম, জাকারিয়া প্রকাশ জকু, রফিকুল ইসলাম খোকা,সালাউদ্দিন সুমন,নুরুল কবির রনা, মো. সুমন অজ্ঞাত আরো অনেকে। পরবর্তীতে ০৬ নভেম্বর (সোমবার) ভোরে বাসে আগুন লাগানোর ঘটনায় বাস চালক মোঃ আবুল বশর (৪৫) বাদী হয়ে বিএনপির ২৪ নেতাকর্মী এবং অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলার আসামিরা হলেন,হুমায়ন কবির আনসার, হাসান চৌধুরী, ইলিয়াছ কাঞ্চন, নুরুল কবির রানা, মোশারফ হোসেন, জাবের আহম্মেদ, মোঃ হাসেম, নুরুল ইসলাম, আব্দুল মঈন চৌধুরী, হারেছ আহাম্মদ হারেছ, আলমগীর হোসেন বাহাদুর, মোঃ ইকতিয়ার সাঈদ মানিক, ইকবাল হায়দার চৌধুরী, আবুল কালাম আবু, ইলিয়াছ করিম মিন্টু, ছৈয়দ হোসেন, জানে আলম, আবু ছালেক, আবু বক্কর, মোঃ নঈম উদ্দিন চৌধুরী, মোঃ ইসহাক, মোঃ শওকত, মামুন খান, বাবুল খানসহ আরোও অনেকে।
পুলিশের দেওয়া তথ্য মতে, গত সপ্তাহ ধরে উপজেলার বিভিন্ন জায়গা থেকে এজহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে সর্বশেষ চাতরি চৌমুহনী বাজারে গাড়ি পুড়ানোর ঘটনায় সোমবার (০৬ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৬জন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, জাবের আহম্মদ, আবুল হাশেম, নুরুল ইসলাম, মোঃ ইসহাক, মোঃ শওকত, মোরশেদুল আলম।

মামলার এজাহার উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাগির আহমদ জানান, কালাবিবির দীঘির মোড় এলাকায় যুবলীগের মিছিলে নাশকতার অভিযোগে আমাদের উপর মামলা হয়েছে। অথচ সেদিন কালাবিবির দিঘিতে আমাদের কোনো প্রোগ্রামও হয়নি।
আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ (হারেছ) বলেন, আমাদের এক দফা এ অত্যাচারী স্বৈরশাসক’কে ক্ষমতা থেকে বিতাড়িত করা। এই পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, আনোয়ারা থানাসহ মোট ২০ জন নেতাকর্মী মিথ্যা মামলায় গ্রেফতার আছে । প্রতি রাতে নেতাকর্মীদের ঘরে পুলিশ হানা দিয়ে ধরপাকড় শুরু করে । গ্রেফতার আতঙ্কে কেউ ঘরে থাকতে পারছেনা।

আনোয়ারা উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন বলেন, দাবি আদায়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর কর্মসূচি চলমান রয়েছে । নেতাকর্মীরা নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালন করে আসছে। মিথ্যা অভিযোগ এনে প্রতি রাতে নেতাকর্মীদের ঘরে তল্লাশি চালানো হচ্ছে। এতে নেতাকর্মীরা আতংকিত অবস্থার মধ্যে দিয়ে সময় পার করছে।
এদিকে মামলা হওয়ার পর থেকে আনোয়ারায় শুরু হয়েছে ধরপাকড়। তাই ধরপাকড় এড়াতে এজাহারভুক্ত আসামি এবং সাধারণ বিএনপি নেতাকর্মীরা রাতে ঘরে থাকছেন না বলে একাধিক সিনিয়র বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, যুবলীগের মিছিলে হামলা এবং গাড়ি পুড়িয়ে নাশকতার সৃষ্টি অভিযোগে থানায় দু’টি মামলা হয়েছে। এজাহারভুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে। গতরাতে ৬জন গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলা ছাড়া সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না৷ সবধরনের সহিংসতা প্রতিরোধে থানা পুলিশ সবসময় সজাগ রয়েছে বলেও তিনি জানান।

এইবাংলা /নাদিরা শিমু/ Ns

Exit mobile version