বিনোদন ডেস্ক :::
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল অভিনেত্রী রাশমিকা মন্দনার একটি আপত্তিকর ভিডিও। এবার সেই একই ধরনের ঘটনার শিকার হলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। রাশমিকার পর এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্যাটের ডিপফেক ভিডিও। ক্যাটের আসন্ন সিনেমা ‘টাইগার ৩’-এর প্রচার ঝলক মুক্তি পাওয়ার পরে একটি দৃশ্যে স্নানপোশাকে দেখা গিয়েছিল তাকে।
সেই দৃশ্যে শরীরে তোয়ালে জড়িয়ে অন্য এক অভিনেত্রীর সঙ্গে লড়াই করতে দেখা গেছে তাকে। এবার সেই দৃশ্যে ক্যাটের ছবির উপরেই চলল কারসাজি। আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা নায়িকার শরীর। কিন্তু ফেসবুকের পেজে ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা।
শুধু তাই-ই নয়, ছবিকে চিত্তাকর্ষক করে তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে সেই ছবি। তবে ওই ছবি যে আদপে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল, তা স্পষ্ট।
রাশমিকার ডিপফেক ভিডিও সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হওয়ার পরে আইনি ব্যবস্থার দাবি জানিয়েছিলেন অমিতাভ বচ্চন ও নায়িকার অনুরাগীরা। ক্যাটের ওই আপত্তিকর ছবির ক্ষেত্রে যদিও এখনও তেমন কোনও দাবি ওঠেনি।