Site icon দৈনিক এই বাংলা

ভোরে ঝটিকা মিছিল করে অটোরিকশায় আগুন, ভাঙচুর

চট্টগ্রাম প্রতিনিধি :::

বিএনপির ডাকে অবরোধের প্রথম দিকে চট্টগ্রাম  নিরুত্তাপ থাকলেও ঝটিকা মিছিল নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিএনপির স্থায়ী  কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী  গ্রেফতার হবার পর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল  ছাত্রদলের নেতা কর্মীরা মিছিল সমাবেশে সক্রিয় হতে শুরু করেছে। সোমবার ভোররাতেই আতুরায় ডিপো এলাকায় একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। 

সোমবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।

তবে বেলা বাড়তেই ব্যস্ত হতে থাকে সড়ক। যান চলাচল স্বাভাবিক। অবরোধের দ্বিতীয় দিন ভোরে ঝটিকা মিছিলের পর অটোরিকশায় আগুন দেবার পর দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানও ভাঙচুর করেছে। 

পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ভোর সাড়ে চারটার দিকে অবরোধের সমর্থনে আমিন জুট মিলের গলি থেকে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। তারা রাস্তার পাশে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। এ সময় একটি কাভার্ডভ্যানও ভাঙচুর করা হয়।’ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিএনপির দুই দফা অবরোধে চট্টগ্রামে এ নিয়ে ১১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর আগে রোববার রাতে বায়েজিদ-অক্সিজেন সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। একইদিন সকালে পতেঙ্গা ধুমপাড়া এলাকায় পোশাকশ্রমিক বহনকারী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version