Site icon দৈনিক এই বাংলা

পটিয়ায় গণসংবর্ধনায় দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য জুলকারনাইন চৌধুরী

মহিউদ্দীন চৌধুরী,পটিয়া চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ড. জুলকারনাইন চৌধুরী জীবন বলেছেন, যতদিন বেঁচে থাকবো ততদিন অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়ন কাজ চলছে৷ এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে নৌকার মনোনয়ন দিলে পটিয়াকে আধুনিক ও স্মার্টনগরী বানানো হবে।

গতকাল বিকেলে যুক্তরাষ্ট্র টেক্সাস থেকে ফেরার পর চট্টগ্রামের পটিয়ায় এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

পটিযা উপজেলা আওয়ামী লীগ নেতা কাজী মোহাম্মদ মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় এতে বক্তব্য রাখেন কুসুমপুরা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া ডালিম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ইউছুপ খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন সুমন, জাহাঙ্গীর মেম্বার,ডাঃ জাহাঙ্গীর,হিরু মেম্বার, রহিম মেম্বার,নজির আহমদ দোভাষ ফাউন্ডেশনের অর্থ সচিব নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আবদুল কাদের,মোঃ সাহেদ,পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাফিস ইকবাল,পটিয়া উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক আতিকুর রহমান, পটিয়া উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দীন রাকিব,কুসুমপুরা স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা রিদয়,আজিজ,সামির, কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আসিফ,শাহাদাত,নয়ন,তাহসিন,রাকিব।
গণ সংবর্ধনায় পটিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ গাড়িবহর নিয়ে যোগদান করেন। এসময় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়৷

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version