Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

ভাঙ্গা–বরিশাল–কুয়াকাটা চার লেন সড়ক প্রকল্পে জমি অধিগ্রহণ শুরু

বরিশাল প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশিত ভাঙ্গা–বরিশাল–পটুয়াখালী–কুয়াকাটা চার লেন সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের পথে বড় অগ্রগতি হয়েছে। ইতিমধ্যে বরিশাল অংশে জমি অধিগ্রহণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে...
Homeরাজনীতিআন্দোলনের কর্মীদের তাহাজ্জুদের নামাজে চোখ ভেজাতে হবে: অধ্যক্ষ হেলালী

আন্দোলনের কর্মীদের তাহাজ্জুদের নামাজে চোখ ভেজাতে হবে: অধ্যক্ষ হেলালী

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজে চোখ ভেজাতে হবে। দিনে ময়দানে সংগ্রামে জয়ী হতে হলে রাতে তাহাজ্জুদের সিজদায় আল্লাহর দরবারে কেঁদে নিতে হবে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২৪ অক্টোবর রাতে অনুষ্ঠিত তাহাজ্জুদ ও নৈশ ইবাদত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আল্লাহর সাহায্য ও দিকনির্দেশনা ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারে না। তাই আত্মশুদ্ধি, অধ্যবসায় ও আল্লাহভীতিই হতে হবে প্রতিটি কর্মীর মূল ভিত্তি।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।

দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দীন মাহবুব। তিনি কুরআনের আলোকে আত্মসংযম, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের সাফল্য কেবল সংগঠন বা কৌশলে নয়, বরং কর্মীদের ঈমানি দৃঢ়তা ও আমলনিষ্ঠার ওপর নির্ভর করে। তারা আহ্বান জানান—প্রতিটি কর্মী যেন আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।

অনুষ্ঠানে এলাকার বহু তরুণ, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। রাতভর ইবাদত ও দোয়া মাহফিলে তারা দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

এই বাংলা/এমএস

টপিক