Site icon দৈনিক এই বাংলা

পটুয়াখালী ১ আসনের নৌকার মাঝি আফজাল

গোপাল হালদার, পটুয়াখালী:

জাতীয় সংসদের ১১১ পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে মো. আফজাল হোসেনকে দলীয় মনোনয়ন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। আজ সোমবার আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয় বলে দলের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এই সভা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ গত বৃহস্পতি ও শুক্রবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় মনোনয়ন ফরম বিক্রি করে। এতে মোট ১০ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় এখানে উপনির্বাচনের তফশিল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফশিল অনুয়ায়ী ১ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ২ নভেম্বর বাছাই, ৯ নভেম্বর প্রত্যাহার এবং ১০ নভেম্বর প্রতীক বরাদ্দের তারিখ ধার্য করা হয়েছে। ব্যালট পেপারের মাধ্যমে পটুয়াখালী-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর। এই ভোট হবে ব্যালেট পেপারের মাধ্যমে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version