Site icon দৈনিক এই বাংলা

বাবরের হুংকার: নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে প্রতিহত করা হবে

তানভীর আহমেদ

বিএনপি- জামায়াত শিবির কর্মসূচির নামে দেশে নৈরাজ্যের সৃষ্টির চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে হুংকার দিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক উপ-অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর)  দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের আব্দুল খালেক মিলনায়তনে ১৯৮৯-৯০ সেশনের চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে হেলাল আকবর চৌধুরী বাবর এই হুংকার প্রদান করেন । এই সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাবেক স্টিয়ারিং কমিটির মোঃ সালাউদ্দিন, এম আর আজিম , সাবেক ছাত্রনেতা ও পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, মনসুর মাইনুদ্দিন, আশিকুর রহমান মুন্না, প্রণব চৌধুরী, মনোয়ার জাহান মনি, মাহবুব এলাহী, নাসির উদ্দিন মিনটু, কুতুব উদ্দিন, জাকির হোসেন কিরণ সহ ১৯৮৯-৯০ সেশনের ছাএলীগ নেতৃবৃন্দ।

এই সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ১৯৮৯-৯০ সেশন ছাত্রলীগ নেতৃবৃন্দের প্রধান সমন্বয়ক হেলাল আকবর চৌধুরী বাবার বলেন, ” মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নে ও সমৃদ্ধির পথে, সে সময় বিদেশী শক্তির প্রত্যক্ষ সহযোগিতায় বিএনপি জামাত চক্র কর্মসূচির নামে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে । ১৯৮৯-৯০ সেশনের ছাত্রলীগ নেতৃবৃন্দ চট্টগ্রামের ছাত্র সমাজকে নিয়ে বিএনপি- জামায়ত কর্তৃক নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালালে তা কঠোরভাবে প্রতিহত করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীকে বঙ্গবন্ধু টানেল উপহার দিয়েছেন । এর ফলে চট্টগ্রাম আজ ” ওয়ান সিটি টু টাউনে” রূপান্তরিত হয়েছে । উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর চট্টগ্রামের সকল আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দরা নিষ্ঠার সাথে কাজ করে যাবেন ” ।

চট্টগ্রাম আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে বিদ্যমান গ্রুপিং এর ব্যাপারে জানতে চাইলে হেলাল আকবর চৌধুরী বাবর ও মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য এম আর আজিম বলেন , ‘ আমরা জাতে মাতাল, তালে ঠিক ” বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনা, শেখ হাসিনা ও দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা এক ও অভিন্ন এবং প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার যে কোন নির্দেশ পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ‘

Exit mobile version