প্রেস বিজ্ঞপ্তি ::
মোহাম্মদ ওয়াসিফ নামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। ২১ শে অক্টোবর দুপুরে চট্টগ্রাম শহরের লালখানবাজারের ঘর থেকে বের হবার পর ঘরে ফেরেনি সে। তিন ধরে আত্নীয় স্বজনের কাছে খোঁজ নেয়া হলেও মেলেনি তার খোঁজ।
এ বিষয়ে গতকাল ( ২৪ শে অক্টোবর) তার বাবা মোহাম্মদ সুমন চট্টগ্রামের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরী করেছেন। মোহাম্মদ সুমন জানান, ‘ তাওসীফের গায়ের রং শ্যামলা। গায়ের গঠন হালকা পাতলা। উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি। সে ঘরে থেকে বের হবার পর তিন ধরে নিখোঁজ। ‘
নিখোঁজ এই ছেলের সন্ধান পেলে অভিভাবকদের জানানোর অনুরোধ করেছেন ওয়াসিফের বাবা।