Site icon দৈনিক এই বাংলা

সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ‘দূর্মর বাংলাদেশ’ এর খাবার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি :::

চট্টগ্রামের অন্যতম মানবিক সংগঠন “দূর্মর বাংলাদেশ ” এর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী (সঃ) উপলক্ষে “দূর্মর ফুড ব্যাংক ” এর আওতায় ৪র্থ বারের মতো অসহায় দু:স্থ এতিম পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) নগরীর নাসিরাবাদ পলিটেকনিক্যাল জিয়স পুকুর জামে মসজিদ প্রাঙ্গনে এই খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম আনিসুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন খুলশী থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সাংবাদিক স ম জিয়াউর রহমান, পিউপিল স্কুল বাস লিমিটেড এর ফাউন্ডার ও সিইও, আবদুর রহমান সোহাগ,হাফেজ আলমগীর রেজা কাদ্বেরী, মাও: আবদুল কাদের, এনায়েত হোসেন, দৈনিক সমাচার পএিকার ব্যুরো চীফ মাসুদ আলম সাগর, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান,রতন বড়ুয়া,বিপ্লব বিজয়, আসাদুজ্জামান সাকিব, বারেক, আবু রায়হান, ফাহাদ , জুয়েল, আরমান, ইমন, রাকিব প্রমুখ।

উক্ত কর্মসূচীতে সমাজে পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তমানদের আহ্বান করা হয়। এসময় অতিথিরা দূর্মর বাংলাদেশের মানবিক কাজের প্রশংসা করেন। দোয়া মিলাদ ও মোনাজাতের পর ২০০ লোকের মাঝে খাবার বিতরণ করা হয়।

Exit mobile version