Site icon দৈনিক এই বাংলা

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

তানভীর আহমেদ ||

বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে  সংবাদ  সম্মেলন করেছে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ।  (২৪ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এম রহমান হলে  অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এসময় উপস্হিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৌশলী পরিতোষ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের আহবায়ক স্বরূপ বিকাশ বড়ুয়া বিতান, সচিব সনত কুমার বড়ুয়া, প্রধান সমন্বয়কারী অমরেশ বড়ুয়া চৌধুরী, অর্থ সচিব তাপস বড়ুয়া, কানন চৌধুরী, ভিপি রেবা বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, সুজন বড়ুয়া প্রমুখ ।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন, সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদের সচিব, মহানগর আওয়ামী যুবলীগের  সাংগঠনিক সম্পাদক সনৎ বড়ুয়া।

Exit mobile version