Site icon দৈনিক এই বাংলা

মিশন অক্টোবর, বিএনপি নেতাকর্মীরা জড়ো হচ্ছে ঢাকায়

রাহাত আহমেদ :::

সরকার পতনের আন্দোলনে চুড়ান্ত ধাক্কার দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার বিরোধী দলগুলো। ২৮ শে অক্টোবর ঢাকার সমাবেশে নিজেদের শক্তিমত্তার জানান দিতে চায় বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো। একারণে সমাবেশে জনসমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে এক সপ্তাহ আগে থেকেই।

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী ২৮ অক্টোবর মহাসমাবেশের ঘোষণা দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বলা হচ্ছে  সরকার দাবি না মানলে ‘মহাযাত্রা’র কর্মসূচিতে যাবে দলটি। মহাযাত্রা কর্মসূচির ধরন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানা কানাঘুষা।

গত ১৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) বিএনপি আয়োজিত সরকার পতনের এক দফা দাবির জনসমাবেশে থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন।

Exit mobile version