Site icon দৈনিক এই বাংলা

বেগম জিয়ার সুচিকিৎসার দাবি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের

প্রেস বিজ্ঞপ্তি

জীবন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নিশ্চিতে তাকে বিদেশে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সম্বলিত হাসপাতালে পাঠানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন

সোমবার (১৬ অক্টোবর ) সংস্থাটির বাংলাদেশ চ্যাপ্টারের ( আইএইচআরসি) কর্মকর্তাদের স্বাক্ষর করা এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বাংলাদেশের সভাপতি এম এ হাসেম রাজু ও এম্বাসেডর ড. মিজানুর রহমান স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।

এতে আরও বলা হয়, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলেছে, অতীতে বাংলাদেশে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসা প্রদানের একাধিক নজির রয়েছে। ইতোপূর্বে সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক মন্ত্রী আ স ম আব্দুর রব, মোফাজ্জাল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমকে দেশের বাইরে উন্নত চিকিৎসা প্রদানের সুযোগ প্রদান করা হয়। এছাড়া সাম্প্রতিক ঘটনার মধ্যে ঢাকা-১০ আসনের সংসদ সদ্যস্য হাজী সেলিমের দেশের বাইরে চিকিৎসা নেওয়ার নজির রয়েছে। তাঁরা চিকিৎসা নিতে পারলে বাংলাদেশের সাবেক একাধিকবারের প্রধানমন্ত্রী, দেশের জ্যেষ্ঠ নাগরিক খালেদা জিয়ারও চিকিৎসা নেওয়ার দাবিটি বাস্তবসম্মত।

বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত সুচিকিৎসা প্রয়োজন। তাই তার দ্রুত স্বাস্থ্যের অবনতির পরিপ্রেক্ষিতে যেকোনো অপূরণীয় ক্ষতির পূর্বেই অনতিবিলম্বে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে আধুনিক চিকিৎসার সুযোগ-সুবিধা সম্বলিত বিদেশি হাসপাতালে চিকিৎসা গ্রহণ অত্যাবশ্যক। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের পরিপ্রেক্ষিতে এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত।চিকিৎসা মানুষের মৌলিক মানবিক অধিকার। বেগম খালেদা জিয়া বয়স্ক সম্মানিত নারী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। বাংলাদেশের মহান স্বাধীনতার সময় দুই পুত্রসহ তিনি বন্দী ছিলেন। মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়ার সুচিকিৎসার সুযোগ প্রদানের জোর দাবি জানায় আইএইচআরসি।

বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার পরিবার ও তাঁর দল বিএনপির অভিযোগ, ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া বিভিন্ন রোগে ভুগছেন। তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। গত ৯ অক্টোবর তার চিকিৎসা বোর্ড বলেছে, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে হবে। অন্যথায় যেকোনো সময় তিনি মারা যেতে পারেন।’

Exit mobile version