Site icon দৈনিক এই বাংলা

পঞ্চগড়ে প্রতিমা তৈরি হচ্ছে ৩০২ মন্ডপে, কারিগর সংকট চলছে কাজের ধীরগতি

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

আর মাত্র চার দিন বাকি হিন্দু সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীশ্রী দুর্গাপূজা। এই দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড় জেলায় প্রতিবছরই জমজমাট ভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করা হয়ে থাকে।

এবছর পঞ্চগড়ে প্রতিমা তৈরি হচ্ছে ৩০২ মন্ডপে, কারিগর সংকট থাকায় কাজের ধীরগতি
লক্ষ্য করা গেছে । তবে পূজাকে সামনে রেখে দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। স্থানীয় পর্যায়ে প্রতিমা তৈরির কারিগর কম থাকায় প্রতিবছরে বাইরের জেলা থেকেও ভাষ্কর্য এনে কাজ করাচ্ছে অনেক মন্ডপ কতৃপক্ষ। কারিগর সংকটের কথা স্বিকার করে স্থানীয় প্রতিমা শিল্পীরা বলেন, ‘একসময়ে শুধু পাল বংশের লোকেরা ঠাকুর তৈরি করতো। বর্তমান প্রজন্ম এ কাজে ঝুকছেননা। তারা যাচ্ছেন অন্য পেশায়।

এটি বছরের নির্ধারিত সময়ের কাজ। অন্য পেশায় প্রতিমাসেই আয় করা যায়। তাছাড়া বাজার মুল্য অনুযায়ী মজুরী কম পাওয়ায় কারিগর গুলো এ কাজ আর করতে চাচ্ছেন না। বাপ-দাদার ঐতিহ্যকে ধরে রাখার জন্য এ পেশার সঙ্গে জড়িয়ে রয়েছি। কিন্তু আমার সন্তানরা অন্য পেশায় চলে গেছে। বর্তমানে জিনিসপত্রের দাম বেশি হওয়ায় আমাদের আগের মতো পোষায় না। আমি এবার ১১টি প্রতিমা বানানোর কাজ পেয়েছি।

মণ্ডপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিছু মণ্ডপে ৫০ শতাংশ কাজ হয়েছে। আর কিছু মণ্ডপের রংতুলির আঁচড়ে নব সাজে সজ্জিত হয়ে উঠেছে প্রতিমাগুলো।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version