Site icon দৈনিক এই বাংলা

চসিকের বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শনে দক্ষিণ সুদানের প্রতিনিধিদল

তানভীর আহমেদ :::

জাইকার সহযোগিতায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অভিজ্ঞতা জানতে দক্ষিণ সুদানের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাতের পর প্রতিনিধি দলটির কাছে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম তুলে ধরেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হাশেম এবং তত্ত¡াবধায়ক প্রকৌশলী আলী আকবর।

এদিন প্রতিনিধি দলটি চসিকের বিভিন্ন ল্যান্ডফিল্ড ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন এবং নগরীকে পরিচ্ছন্ন রাখতে চসিকের ভ‚মিকার ভ‚য়সী প্রশংসা করেন।

প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ সুদানের পরিবেশ মন্ত্রণালয় এবং যুবা সিটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ এবং জাইকার কর্মকর্তাবৃন্দ।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version