Site icon দৈনিক এই বাংলা

কারের সাইলেন্সারের ভেতরে ইয়াবা

নিজস্ব প্রতিবেদক:::

নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন জবলে নূর জামে মসজিদ এলাকায় একটি প্রাইভেট কারের সাইলেন্সার পাইপের ভেতর থেকে ৩২ হাজার ৬৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে ১৭২টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

এ ঘটনায় প্রাইভেট কার চালক মো.আনোয়ার হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে মাদক পরিবহন করা প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আনোরয়ার গাজীপুর জেলার গাজীপুর সদর থানার ভারারুল বটতলা এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, ড্রাইভিং পেশার আড়ালে গ্রেপ্তার আনোয়ার ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে এগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছিল। শুক্রবার ইয়াবার একটি চালান নিয়ে কক্সবাজার থেকে গাজীপুর যাচ্ছিল আনোয়ার। গোপনে তথ্যের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। এ সময় একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারের ‘সাইলেন্সার’ পাইপে অভিনব কায়দায় লুকিয়ে ইয়াবা পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এইবাংলা /নাদিরা শিমু/Ns

Exit mobile version