Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ড থেকে ১লাখ১৪ হাজার পিস ইয়াবাসহ ৩জনকে গ্রেফতার করেছে র‍্যাব

::নিজস্ব প্রতিবেদক::

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

বুধবার (৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার কুমিরার কাজীপাড়া ফিলিং স্টেশনের সামনে থেকে আটক করা হয় তাদের ।

আটককৃতরা হলেন,কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হাতিয়া ঘোনা এলাকার মো. আজিজুর রহমানের ছেলে মো. মহিবুল্লাহ (২৪), কর্ণফুলী উপজেলার আজিমপাড়া এলাকার মো. জামাল হোসেনের ছেলে মো. ইয়াসিন (১৯) ও বাঁশখালী উপজেলার কোকদন্ডী এলাকার বাচা মিয়ার ছেলে মো. আলম (২১)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার বলেন, মাদক ব্যবসায়ীরা টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে একটি ট্রাক যোগে ইয়াবা নিয়ে চট্টগ্রাম হয়ে ঢাকার দিকে যাচ্ছে-এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কুমিরা কাজীপাড়া ফিলিং স্টেশনে চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়। পরে ট্রাকের তেলের ট্যাংকের ভেতর থেকে ৫ শত ৭০টি বায়ুরোধক প্যাকেট থেকে ১ লাখ ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকটিও জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব পন্থায় ইয়াবা টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের তিন আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে।

Exit mobile version