Site icon দৈনিক এই বাংলা

৪০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

::নিজস্ব প্রতিবেদক::

রবিবার(০১ অক্টোবর ২০২৩খ্রিঃ)সকালে
চট্টগ্রামের মিরসরাইয়ে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।

রবিবার (০১ অক্টোবর ২০২৩খ্রিঃ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের কমরআলী এলাকা স্টারলাইন পরিবহন থেকে আটক করা হয় এই দুই মাদক ব্যবসায়িকে।আটকৃতরা হলেন ফেনী জেলার ছাগলনাইয়া থানার দক্ষিণ মটুয়া এলাকার সাদ্দাম (৩২) ও রিয়াজ (২৫)।

ফেনী-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে স্টারলাইন পরিবহনের একটি বাস এর যাত্রী মাদক বহন করছে এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানার এএসআই/মোঃ মোশাররফ হোসেন সংগীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীদ্বয়কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০ (চল্লিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version