Site icon দৈনিক এই বাংলা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে আড়ালে ফিসফাঁস

রাহাত আহমেদ ||

ব্যাক্তি পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত সাবেক আমলা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে চাপা উত্তেজনা সৃস্টি হয়েছে। বিচার বিভাগের সাবেক দুইজন বিচারপতির সাথে ঘনিষ্ঠ একটি সুত্র নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে নিষেধাজ্ঞা সংক্রান্ত  ইমেল এবং এসএমএস বার্তা পাবার বিষয়ে।

সরকারের ভেতরে বাইরে আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে। তবে এই বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ সরকার ও বিরোধী দলের নেতারা। নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর  ঢাকা থেকে রাষ্ট্রদূত পিটার হাসকে বহিষ্কার করার বিষয়ে  কেন্দ্রীয়  ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী  নাজমুল আলমের ফেসবুক পোস্ট সম্পর্কে ওয়াশিংটনে বার্তা দিয়েছে ঢাকাস্থ  মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস।

Exit mobile version