Site icon দৈনিক এই বাংলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে স্বাগত জানিয়ে মিছিল

সাতকানিয়া প্রতিনিধি :::

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে রবিউল হোসেন রবিকে আহবায়ক ও কামরুদ্দিন সবুজ কে সদস্য সচিব করে যোগ্য নেতৃত্বের হাতে ছাত্রদলের  দায়িত্ব দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মিছিল করেছে উত্তর সাতকানিয়া ছাত্রদল।

বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহীর নির্দেশে ও ছাত্রনেতা আশিকুর রহমানের নেতৃত্বে উত্তর সাতকানিয়া ছাত্রদলের উদ্যোগে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম-বান্দরবান মহাসড়কে এই  স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।বিএনপির নতুন এই সাংগঠনিক ইউনিট গঠন করার পর উত্তর সাতকানিয়ায় বড় ধরনের শো ডাউন করেছে ছাত্রদল৷

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আমান তানজিব,এমরান হোসেন টিপু,আনিস উদ্দিন,মোহাম্মদ মোমেন,ফেরদৌস রহমান,তৌহিদুল ইসলাম,আনোয়ার হোসেন,মোহাম্মদ মানিক,রাফসান, ফয়সাল, হাসান ,রিদোয়ান, সালমান, রাকিব,জাবেদ,আবদুল মাবুদ,আসিফ,আবদুল্লাহ,মেজবা,ইউনুস,সাকিল,আনোয়ার,হাসিব,সায়ন দাশ,সাইদুল প্রমুখ।

Exit mobile version