Site icon দৈনিক এই বাংলা

বিআরটিএ’র সহকারী পরিচালক আলতাব ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

নিজস্ব প্রতিবেদক :::

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেন ও তার স্ত্রী জিয়াসমিন আরার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দুটি দায়ের করেন উপপরিচালক মো. আলমগীর হোসেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামি মো. আলতাব হোসেন বর্তমানে টাঙ্গাইল বিআরটিএ’র সহকারী পরিচালক হিসেবে কর্মরত। তিনি ও তার পরিবার বসবাস করেন ঢাকার মিরপুর-১১ এর আরামবাগের নাহার ভিলায়। দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ১ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৮৩ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়েছেন। এতে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ১৪ লাখ ৭২ হাজার ৯৩ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। যা দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অন্যদিকে তার স্ত্রী জিয়াসমিন আরার সম্পদ বিবরণীতে ১ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ৯৯৯ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৪২ লাখ দুই হাজার ২৫১ টাকার সম্পদ ভোগ দখলে রেখেছেন। স্বামী আলতাব হোসেনের সহযোগিতায় তিনি এ সম্পদ অর্জন করে দুদক আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক জানান, মামলার তদন্তকালে আসামিদের সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে বা অন্য কারও সম্পদের তথ্য পাওয়া গেলে সেটাও আইন আমলে নিয়ে আসা হবে।

Exit mobile version