Site icon দৈনিক এই বাংলা

পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন নাটোরের জাহিদ

আল আমিন,নাটোর প্রতিনিধি:

নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের বার বার নির্বাচিত কাউন্সিলর মোঃ জাহিদুর রহমান জাহিদ বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

সভাপতি হয়েছেন ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম মধু। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও এলজিইডি হলরুমে সংগঠনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

এসময় সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আগামীতে সারাদেশের মধ্যে থেকে ১০১ জন কাউন্সিলর নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করার কথা বলা হয়। নাটোর পৌরসভার কাউন্সিলর জাহিদ বৃহত্তর সংগঠনের সাধারন সম্পাদক  নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলিসহ নাটোরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার সূধীজন।

Exit mobile version