Site icon দৈনিক এই বাংলা

সীতাকুন্ড থেকে বিজিবির মাদক উদ্ধার

::নিজস্ব প্রতিবেদক:::

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি বাস থেকে মাদকের চালান জব্দ করল বিজিবি।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়,উপজেলার ভাটিয়ারী বাজার এলাকায় মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে,বিজিবির প্রশিক্ষিত ডগ স্কোয়ার (রানী) দিয়ে শ্যামলী পরিবহণের একটি বাসে তল্লাশি করলে এসময় মাদকভর্তি একটি ব্যাগ চিহ্নিত করা হয়। সেখানেই মেলে আইসসদৃশ মাদকের।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধার করা মাদক আইস কি না, তা ল্যাব টেস্টের পর বোঝা যাবে। আইস হলে এই মাদকের দাম ৫ কোটি টাকা। তবে প্যাকেটটি কার তা শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে সীতাকুণ্ড মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।তদন্ত শেষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এসময় অভিযানের উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বিজিবি ৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস, সহকারী কমিশনার ভূমি মো. আলাউদ্দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম আলম খান ও ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান।

Exit mobile version