Site icon দৈনিক এই বাংলা

উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার;এমপি মিতা

স্বন্দ্বীপ প্রতিনিধি :::

দেশের প্রতিটি খাতের অভূতপূর্ব উন্নয়ন অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারকে টানা চতুর্থ বারের মতো নির্বাচিত করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন মাহফুজুর রহমান মিতা।

চট্টগ্রামের সন্দ্বীপে “উন্নয়ন অগ্রযাত্রায় সন্দ্বীপ শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠানে চট্টগ্রাম-০৩ আসনের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা।এসময় মাহফুজুর রহমান মিতা বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ গণবান্ধব সরকার। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। সন্দ্বীপে এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, দ্বীপের রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার।

মিতা বলেন, প্রধানমন্ত্রী সন্দ্বীপের মানুষকে ভালোবাসেন।সন্দ্বীপের মানুষের উন্নয়নে সন্দ্বীপে বড় বড় প্রকল্প দিয়েছেন। বিপদে আপদে সবসময় তিনি সন্দ্বীপের মানুষের পাশে আছেন। অনেকে আছে শুধু দূর থেকে গলাবাজী করে, জনগণের পাশে আসেনা। শুধু গণতন্ত্রের বুলি ছুড়ে। সন্দ্বীপের মানুষ তাদের আর বিশ্বাস করেনা।

সন্দ্বীপ জেলা নির্বাহী অফিসার সম্রাট খীসার সভাপতিত্বে মাস্টার দেলোয়ার হোসেন ও মাহফুজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুদ্দিন মিশন, পৌরসভা মেয়র মুক্তাদের মাওলা সেলিম প্রমুখ।

Exit mobile version