Site icon দৈনিক এই বাংলা

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ‘ডুসা’র

নিজস্ব প্রতিবেদক :::

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দূর্নীতি দমন কমিশনে কর্মরত কর্মকর্তাদের সংগঠন দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন (ডুসা)। বঙ্গবন্ধুর  ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে সোমবার (১৫ আগস্ট) সংগঠনের কর্মকর্তারা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

১৯৭৫ সালের শোকাবহ ১৫ আগস্টে শাহাদাত বরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করে ডুসা’র সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,  জাতি তার স্থপতি ও পিতা হারানোর শোক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের মাধ্যমে আজীবন স্মরণ করবে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দুর্নীতির রাহুগ্রাস থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত সকল কার্যক্রম সফল করতে ডুসা নিরলসভাবে কাজ করে যাবে।

ডুসার সভাপতি মো: মশিউর রহমান ও সাধারন সম্পাদক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

এসময় দুদকের উপপরিচালক  মাসুদুর রহমান, আবু হেনা আশিকুর রহমান, সেলিনা আখতার মনি,  দেবব্রত মণ্ডল,  এ এস এম সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম,  জাহিদ কালাম, মোজাম্মিল হোসেন, রতন কুমার দাস,  সহকারী পরিচালক তানজির হাসিব সরকার,   মামুনুর রশিদ চৌধুরী ও  তাহাসিন মুনাবীল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৪ সালে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটির কর্মীদের মাঝে নানা মেরুকরণ পরিলক্ষিত হয়। এর ফলে কমিশন নিয়োজিত কর্মকর্তাদেরকে নানাভাবে নিগ্রহের শিকার হতে হয়। বিশেষত, সরকারের প্রশাসন ক্যাডার থেকে কমিশনে প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের কর্তৃত্ব কায়েম হয় প্রতিষ্ঠানটির সর্বত্র। অবসরপ্রাপ্ত আমলাদের দুদকের শীর্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়ায় নীতিনির্ধারণীসহ সবকিছু প্রশাসন ক্যাডাররাই নিয়ন্ত্রণ করেন। এর ফলে দীর্ঘদিন থেকে দুদকের নিজস্ব কর্মকর্তা-কর্মচারি এবং প্রশাসন ক্যাডার থেকে প্রেষণে আসা কর্মকর্তাদের মাঝে একটি স্নায়ু বিরোধ চলে আসছে। কমিশন কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতি, পদায়ন, বদলি এবং শাস্তি ইস্যুতে এ বিরোধ তুঙ্গে ওঠে। এ পরিস্থিতিতে অতীতে বিভিন্ন সময় দুদক কর্মকর্তাদের সংগঠিত করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু পরক্ষণেই প্রশাসন ক্যাডার নিয়ন্ত্রিত এ সংস্থার কর্তাব্যক্তিরা উদ্যোগী দুদক কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সংগঠিত হওয়ার উদ্যোগে ভীতির সঞ্চার করেন। এমন এক পরিস্থিতিতে গত ১৬ ফেব্রুয়ারি সংস্থাটির আলোচিত উপ-সহকারী পরিচালক মো. শরীফউদ্দীনকে দুদক চাকরি বিধির ৫৪(২) ধারায় চাকরিচ্যুত করা হয়। এ ঘটনার পর দুদক কর্মীরা ১৮ ফেব্রুয়ারি মানববন্ধন কর্মসূচি এবং স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে সংগঠনের (ডুসা) জানান দেন। পরবর্তীতে তারা ৫৪(২) বাতিল, শরীফউদ্দিনকে পুনর্বহালসহ বিভিন্ন ইস্যুতে দুদক সচিব মো. মাহবুব হাসানের সঙ্গে বৈঠক করেন।

Exit mobile version