Site icon দৈনিক এই বাংলা

চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী পালিত

আজগর আলী সেলিম,চন্দনাইশ উপজেলা প্রতিনিধি:::

খতমে কোরআন দোয়া মাহফিল সহ নানা কর্মসূচিতে মধ্যে দিয়ে জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৮ তম শাহাদাত বরণ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে চন্দনাইশ উপজেলা পরিষদ চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্থাপক শেষে
চন্দনাইশ উপজেলা নিবার্হী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ উপজেলা কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক , চন্দনাইশ পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলানা সোলাইমান ফারুকী , চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, ও মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এর পূর্বে এক শোকরালি বের করা হয়। এবং চন্দনাইশ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু ও সকল বীর মুক্তিযোদ্ধা বৃন্দ

এছাড়াও দোহাজারী পৌরসভা, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ, দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন এ উপলক্ষে দোহাজারী পৌরসভা নবনির্বাচিত মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, পৌরসভা মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, এছাড়াও দোহাজারী পৌরসভা আওয়ামী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দিনটি পালন করে।

এইবাংলা/নাদিরা শিমু/NS

Exit mobile version