Site icon দৈনিক এই বাংলা

গভীর সমুদ্রে ৩দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :::

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ৩ দিন ধরে ভাসতে থাকা ১৪ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।রবিবার (১৩ আগষ্ট) রাত ১০ টায় কোস্ট গার্ডের নিয়মিত টহল জাহাজ পোর্টে গ্র্যান্ডে এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোঃ ইমতিয়াজ উদ্দিন সরকার এর নেতৃত্বে বিপদজনকভাবে ভাসতে থাকা বোটসহ ১৪ জনকে উদ্ধার করা হয়।

এবিষয়ে জানা যায়, গত ৭ আগস্ট (সোমবার)এফবি “ইমন” নামক একটি ফিশিং বোট বরিশাল হতে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়।  একপর্যায়ে গত ১১ আগস্ট ইঞ্জিন বিকল হয়ে বোটটি নিয়ন্ত্রনহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে।   ১৩ আগস্ট (রবিবার)বিকেলে বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে জেলেরা উদ্ধার সহায়তা চেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনে যোগাযোগ করে।

এসময় জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং খাবার সরবরাহ করা হয়। উদ্ধার পরবর্তী কার্যক্রমের জন্য কোস্টগার্ড জাহাজ কর্তৃক জেলেসহ বোটটিকে কোস্ট গার্ড বার্থ পতেঙ্গায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে,  ফিশিং বোটটি উদ্ধারের পর ফিশিং বোটের মালিকপক্ষের সাথে যোগাযোগ করা হয় এবং জেলেদের মালিকপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version