Site icon দৈনিক এই বাংলা

পাহাড়ি ঢলে নিখোঁজ যুবকের মরদেহ সাঙ্গু নদী থেকে উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি :::

চন্দনাইশে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে যাওয়া মোঃ খোকন(২৮) নামের এক যুবকের মরদেহ মিললো চট্টগ্রামের আনোয়ারা উপকূলের সাঙ্গু নদীতে।

শুক্রবার (১১ আগষ্ট) সকালে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ হয়।

মৃত্যু খোকন চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৯নং ওয়ার্ড চিড়িংঘাট এলাকার মৃত সামছু মিয়ার ছেলে।

মরদেহ শনাক্তের বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন , গত ৭ আগস্ট সকাল সাড়ে ছয়টার দিকে সাঙ্গু নদীর আকস্মিক পাহাড়ি ঢলে পানিতে তলিয়ে যাই খোকন। আজ জুইদন্ডী ১ নং ওয়ার্ডের ঘাটে ভিকটিমের লাশ পাওয়া যায়। লাশের সংবাদ পেয়ে ভিকটিমের পরিবার আনোয়ারা থানায় উপস্থিত হয়ে ভিকটিমের মৃত দেহ সনাক্ত করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ‘শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে পচন ধরেছে। লাশটি চন্দনাইশ থেকে বন্যার পানিতে ভেসে আসা খোকনের বলে শনাক্ত করেছে তার পরিবার ।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version