Site icon দৈনিক এই বাংলা

ফটিকছড়ির ধর্মপুরে দু’পক্ষের সংঘর্ষ : ময়ুর গ্রুপের হাতে প্রাণ গেল প্রতিপক্ষ যুবকের

ফটিকছড়ি প্রতিনিধি :::

ফটিকছড়ির ধর্মপুরে দু’পক্ষের মধ্যে পুর্ব বিরোধের জের ধরে স্থানীয় ময়ুর গ্রুপের হাতে নয়ন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত নয়ন দক্ষিণ খিরাম এলাকার ৮ নংওয়ার্ডের জাবেদুল আলমের ছেলে।

এ ঘটনায় বেলাল (২৮) নামে ময়ুর গ্রুপের অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। আহত বেলাল ২০১৭ সালে আবদুল্লাহ পুর ইউনিয়নে এনাম হত্যা মামলার অন্যতম আসামি বলে স্থানীয় সুত্রে জানা গেছে।

সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত ১টায় ধর্মপুর ইউনিয়নের আধারমানিক গ্রামের কুলালপাড়া সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে সর্তা খালের উজান থেকে পানির সঙ্গে কিছু দামি কাঠ ভেসে আসছিল। এসব কাঠ সংগ্রহ করতে খালের কমিটিরহাট অংশে ১৫-২০ জনকে নিয়ে গিয়েছিল নয়ন। কিন্তু দক্ষিণ খিরামের ময়ুর গ্রুপের আরও কয়েকজন যুবক এসব কাঠ সংগ্রহ করতে যায়। পাহাড়ি ঢলে ভেসে আসা এসব কাঠ দখল নিয়ে ময়ুর গ্রুপের সাথে নয়নের বাকবিতণ্ডা হয়।

সুত্র জানায় দু’পক্ষই কাঠের জনৈক মালিকের কাছে মোটা অংকের টাকা দাবী করে। কাঠের মালিক কিছু টাকা দিতেও রাজি হয়। ময়ুর গ্রুপ নয়নকে কিছু টাকা নিয়ে চলে যেতে বললে নয়ন তাতে রাজি হয়নি। এতেই বিপত্তি দেখা দেয়। এসময় দুপক্ষই তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে খেলার পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ময়ুর গ্রুপের হামলায় ঘটনাস্থলেই প্রান হারায় নয়ন। এসময় নয়ন গ্রুপের পাল্টা হামলায় ময়ুর গ্রুপের বেলাল নামে একজন গুরুতর আহত হয়।

স্থানীয় সুত্র জানায়, বিগত ২০১৭ সালে আধিপত্য বিস্তার নিয়ে নিহত হন আবদুল্লাহ পুরের এনাম। আহত বেলাল এনাম হত্যা মামলার আসামি। এ ছাড়া নিহত নয়নের নামেও একাধিক মামলা রয়েছে।

২০১৯ সালে দু পক্ষের মধ্যে কমিটির হাট বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। সুত্র জানায়, শর্তাখালের অবৈধ বালি মহাল দখল, মাটি ব্যবসা, বর্ষা মৌসুমে শর্তাখাল দিয়ে পাহাড়ি ঢলে ভেসে গাছ ধরা নিয়ে দু’পক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।

খিরাম ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বলেন, ঘটনাটি শুনেছি, তবে নিহত যুবক আমার এলাকার হলেও ঘটনাস্থল ধর্মপুর এলাকায়।

ধর্মপুর ইউপি চেয়ারম্যান কাজী মাহমুদ বলেন, রাতে দু পক্ষের মধ্যে পুর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা শুনেছি। এ ঘটনায় নয়ন নামে একজন নিহত হয়েছে। পরে পুলিশকে খবর দেওয়ার পর তাঁরা এসে লাশ উদ্ধার করেছে। দু পক্ষই স্থানীয়ভাবে নানা অপকর্মের সাথে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

এব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, ধর্মপুরে সোমবার দিবাগত রাতে পুর্ব বিরোধের জের ধরে দু পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হাতে নয়ন নামে এক যুবক নিহত হয়েছে। আমরা খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। নিহতের মাথা থেঁতলে গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। তিনি বলেন দু পক্ষের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এইবাংলা/প্রিন্স আচার্য্য/সিপি

Exit mobile version